Clout

DC Distribution System - ডিসি বিতরণ ব্যবস্থা

Hello Everyone

I'm @saany. I hope everyone is well and safe. Today I'm going to discuss about types of DC (Direct Current) distribution systems.

PicsArt_03-11-09.30.56.jpg Source



In English

Generally, the system of generation, transmission and distribution of electrical energy is AC. But in many cases DC is needed. Based on these requirements the DC distribution system was developed. There are two types of DC distribution systems. Such as:



Two wires DC distribution system:

Two wires are used in this type of distribution system. One is the outgoing or positive wire and the other is the return or negative wire. In this system all loads (e.g. lamp, motor etc.) are connected in parallel with two wires. Figure two shows its distribution system. This type of system is not used for transmission due to low efficiency. However, in the case of distribution, two methods are used.

SmartSelect_20210311-104526_Chrome.jpg


Three wires DC distribution systems:

This type of distribution system has three wires. One positive is negative and the other is neutral. The neutral wire is connected to the earth of the substation. The voltage between positive and negative wires is twice the voltage between any wires relative to neutral. The advantage of this system is that it provides two types of voltage at the same time. That is, if the voltage of any wire is V relative to the neutral, the voltage between the positive and negative wires will be 2V. For loads requiring high voltage it has to be connected between positive and negative wires and for low voltage operated loads the load has to be connected between positive and neutral wires.

SmartSelect_20210311-104546_Chrome.jpg



বাংলায়

সাধারণত বৈদ্যুতিক শক্তির উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থা এসি হয়ে থাকে। কিন্তু অনেক ক্ষেত্রে ডিসি এর প্রয়োজন হয়। এই প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে ডিসি বিতরণ ব্যবস্থা গড়ে ওঠে। ডিসি বিতরণ ব্যবস্থা দুই প্রকার হয়ে থাকে। যেমন:



দুই তার বিশিষ্ট ডিসি তার বিতরণ ব্যবস্থা:

এ ধরণের ডিস্ট্রিবিউশন সিস্টেমে দুটি তার ব্যবহার করা হয়। এর একটি হল আউটগোয়িং বা পজেটিভ তার এবং অপরটি হল রিটার্ন বা নেগেটিভ তার। এ সিস্টেমে সকল লোডসমূহকে (যেমন: বাতি, মোটর ইত্যাদি) দুই তারের সাথে প্যারালালে সংযুক্ত করা হয়। নিচের চিত্রে দুই তার বিতরণ ব্যবস্থা দেখানো হয়েছে। দক্ষতা কম হওয়ায় এ ধরণের ব্যবস্থাকে ট্রান্সমিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। তবে ডিস্ট্রিবিউশনেরর ক্ষেত্রে দুই তার পদ্ধতি ব্যবহার করা হয়।

SmartSelect_20210311-104526_Chrome.jpg


তিন তার বিশিষ্ট ডিসি তার বিতরণ ব্যবস্থা:

এ ধরণের ডিস্ট্রিবিউশন ব্যবস্থায় তিনটি তার থাকে। এর একটি পজেটিভ একটি নেগেটিভ এবং অপরটি নিউট্রাল তার বলে। নিউট্রাল তারটি সাবস্টেশনের আর্থ এর সাথে যুক্ত থাকে। পজেটিভ এবং নেগেটিভ তারের মধ্যবর্তী ভোল্টেজ, নিউট্রালের সাপেক্ষে যে কোন তারের মধ্যবর্তী ভোল্টেজের দ্বিগুন। এ সিস্টেমের সুবিধা হল এতে একই সাথে দুই ধরণের ভোল্টেজ পাওয়া যায়। অর্থাৎ নিউট্রালের সাপেক্ষে যদি যেকোন তারের ভোল্টেজ V হয় তবে, পজেটিভ ও নেগেটিভ তারের মধ্যবর্তী ভোল্টেজ হবে 2V। যেসব লোডের জন্য বেশি ভোল্টেজ প্রয়োজন উহাকে পজেটিভ এবং নেগেটিভ তারের মাঝে সংযুক্ত করতে হবে এবং কম ভোল্টেজে পরিচালিত লোডের জন্য লোডকে পজেটিভ এবং নিউট্রাল তারের মাঝে সংযোগ দিতে হবে।

SmartSelect_20210311-104546_Chrome.jpg



Thank you for reading my post

Science

Future reading